পাঁচ বছর পর নিজের মা-বাবাকে ফিরে পেল গোপি

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ২৩:৫৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের গোপি মাহতো প্রতিবেশী দেশ ভারতে পাঁচ বছর কারাভোগের পর নিজ পরিবারের কাছে ফিরে এসেছে।

সোমবার রাত দশটার দিকে গোপীকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

বর্তমানে ১৫ বছরের কিশোর গোপী ২০১৪ সালে ভারতে গিয়ে সেদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিল।

গোপি মাহতো ওই গ্রামের গোবিন্দ মাহতোর ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা গেছে, গোপি মাহতো পাঁচ বছর আগে তার মায়ের সঙ্গে পাসপোর্ট ছাড়া ভারতে যায়। সে সময় অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ পাঁচ বছর দেশটির জেলের ঘানি টানতে হয় তাকে।

বিষয়টি নজরে আসে কমলেশ্বরদী গ্রামের বাসিন্দা কেরাণীগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারের। তিনি গোপীকে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেন। তার ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসানের দীর্ঘদিনের প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা জাস্টিস কেয়ারের সহযোগিতায় বেনাপোল থানা ও সাতক্ষীরা থানার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

বোয়ালমারী থানার ওসি শামীম হাসান বলেন, গোপি মাহতোকে সোমবার রাত ১০টার দিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :