বীমা দাবির ২৫ কোটি টাকার চেক দিল ফারইস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ১৮:১৫
অ- অ+

চট্টগ্রামের বীমা মেলায় গ্রাহকদের মাঝে প্রায় ২৫ কোটি টাকার চেক বিতরণ করেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

মঙ্গলবার ফারইস্টের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে দুই দিনব্যাপী বীমা মেলা হয়। মেলায় গ্রাহকদের হাতে রেকর্ড ২৪ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকার চেক দেয়া হয়।

মেলা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন এবং সমাপনীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন।

আইডিআরএ-এর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহ-সভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ্সহ আইডিআরএ’র সদস্যবৃন্দ, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৯মার্চ/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা