যশোর-বেনাপোল সড়ক ছয় লেনের দাবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ২২:৪৯
অ- অ+

যশোর-বেনাপোল সড়কের পুরাতন-জীর্ণ গাছ অপসারণ ও ছয় লেনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার বিকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে এ সংবাদ সম্মেলন হয়। এসময় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলকে রক্ষা করার জন্য বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সরকারের কাছে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরে। সেগুলোর অন্যতম হলো:

যশোর-বেনাপোল সড়কের পুরাতন জীর্ণ এবং অকার্যকর গাছ অপসারণ করে সড়কটি আন্তজার্তিক মানের প্রশস্তকরণ এবং পরবর্তীতে ছয় লেন করার দাবি।

সকাল ৬টা হতে রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীদের জন্য ইমিগ্রেশন চালু রাখার দাবি।

খুলনা-কোলকাতা মৈত্রী-বন্ধন ট্রেন সার্ভিসে বেনাপোল স্টেশন হতে ২০০টি সিট বরাদ্দ।

বেনাপোল বাইপাস সড়কের সামনে ট্রাফিক আইল্যান্ড রেখে বাইপাসের সাথে মেইন সড়কে ২০ গজ জয়েন্ট সড়ক নির্মাণ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান, বেনাপোল নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিলন, সাবেক সহ-সভাপতি শামছুর রহমান।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা