১ এপ্রিল থেকে ৬ মে সব কোচিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:১১ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৬:২৩

এসএসসির পর এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে চলতি বছর প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার সময় এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকে অসাধু উপায়ে কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। যেহেতু আমরা বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না, তাই সব কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শেষ হবে আগামী ৪ মে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর ১৩ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনের শেষ একাডেমিক পরীক্ষায় তৃতীয় জবির সেই অবন্তিকা

স্বপ্নিলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান’

প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, ২৯ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :