সার্বিয়ার বিপক্ষেও পর্তুগালের ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:১৬ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৯

ইউরো বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষেও ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার লিসবনে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-১ গোলে ড্র হয়। এরআগে গত শুক্রবার ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাইপর্ব শুরু করেছিল বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।

সার্বিয়ার বিপক্ষে ড্র’ এর ম্যাচে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো। দলের সেরা তারকাকে হারানো ধকল কাটিয়ে উঠতে পারেনি পর্তুগিজরা। টানা দুই হারের ফলাফল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফের্নান্দো সান্তোসের শিষ্যদের।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সার্বিয়া। ডি-বক্সে মিডফিল্ডার মিয়াত গাচিনোভিচকে গোলরক্ষক রুই পাত্রিসিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন আয়াক্সের ফরোয়ার্ড দুসান তাদিচ।

পিছিয়ে পড়ার কিছু সময় পরেই বড় ধাক্কাটি খায় স্বাগতিকরা। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক রোনালদো।

৪২তম মিনিটে একক নৈপুণ্যে পর্তুগালকে সমতায় ফেরান দানিলো পেরেইরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো উঁচু শটে গোলটি করেন পোর্তোর এই মিডফিল্ডার। বল ক্রসবারের ভিতরে কানায় লেগে জালে জড়ায়। এরপর আর এগিয়ে যেতে না পেরে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

টানা দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পর্তুগাল। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউক্রেন।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :