পরিবহন বাড়ানোর দাবিতে ইবি ছাত্রীদের সড়ক অবরোধ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ২২:৪৬

পরিবহন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা। বুধবার রাত আটটার দিকে কুষ্টিয়ার বটতৈল এলাকায় প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে ঘটনাস্থালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহর থেকে ছাত্রীদের বহনকারী বাস ক্যাম্পাসের উদ্দ্যেশে যাত্রা শুরু করে। বাসে আসন সংখ্যার তুলনায় শিক্ষার্থী বেশি হওয়ায় অতিষ্ট হয়ে বাস থেকে নেমে বটতৈলে মহাসড়ক অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা সড়ক অবরোধ করেন ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবরোধে অংশ নেয়া তাহমিনা ফেরদৌসী নিপা জানান, ‘বেশ কিছুদিন ধরে আমরা ঠাঁসাঠাঁসি করে যাতায়াত করছি। ছাত্রীদের পরিবহনের জন্য একটি মাত্র বাস। শিক্ষার্থী বেড়েছে, কিন্তু পরিবহন বাড়েনি। এভাবে যাতায়ত করা খুবই কষ্টকর। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম জানান, ‘ঘটনার পর কুষ্টিয়া শহর থেকে বাস পাঠিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। শিক্ষার্থী বহনের জন্য এই গাড়ি দেয়া হয় না। শুধুমাত্র গ্রন্থাগারে পড়াশোনা করা শিক্ষার্থী শহরে নেয়ার জন্য দেয়া হয়। কিন্তু তারা সেটা বোঝে না।’

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

ঢাবির ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

এই বিভাগের সব খবর

শিরোনাম :