মধুখালীতে মেছো বাঘ আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ১৯:০৮

ফরিদপুরের মধুখালীতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে এলাকাবাসী ওই বাঘটি আটক করেছে। পরে মধুখালী দমকল বাহিনীর সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ‘সকাল ১০টার দিকে চাঁনপুর এলাকার লোকজন একটি বাশঝাড়ের আড়ালে মেছোবাঘটি দেখতে পায়। জনতার ধাওয়া খেয়ে বাঘটিকে গাছে উঠে যায়। বিষয়টি এ সময় তাৎক্ষণিকভবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হয়।’

ইউএনও মোস্তফা মনোয়ার জানান, ‘খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। পরে মেছোবাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হবে।’

মধুখালী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার টিটব সিকদার জানান, ‘বাঘটি জনতার তাড়া খেয়ে একটি আমগাছে উঠে বসেছিল। সেখান থেকে তার শরীরে কোন রকম আঘাত করা ছাড়াই বাঘটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘বাঘটি অনুমানিক ৩০ ইঞ্চি লম্বা, ২৪ ইঞ্চি উচ্চতা এবং ওজন ২২ কেজি।’

বন বিভাগের উপজেলা বন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘মেছো বাঘটি মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও থানার সহযোগিতায় উদ্ধার করে একটি কাঠের নির্মিত খাচায় সংরক্ষণ করা হয়েছে। আপাতত বাঘটি ফরিদপুর বন বিভাগে রাখা হবে এবং পরে খুলনা অঞ্চলিক কর্মকর্তার দপ্তরে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেয়া হবে।’

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :