পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:২৩
অ- অ+

পঞ্চগড় সদর উপজেলার জোতদারপাড়া সীমান্ত এলাকা থেকে পঙ্কজ কুমার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সীমান্তের হাফেজিয়া পাড়া এলাকা থেকে বিজিবির সদস্যরা তাকে আটক করেন।

আটক পঙ্কজ কুমার ভারতের শিলিগুড়ির চোপড়ামারি-গুয়াবাড়ি এলাকার বাপ্পী কুমারের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, জোতদারপাড়া সীমান্তের মেইন পিলার ৪১২ এর ৫ নম্বর সাবপিলার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল পঙ্কজ কুমার। এ সময় বিজিবির টহলরত সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দি ভাষায় নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন। পরে তাকে সদর থানায় হস্তাšর করে বিজিবি। এ সময় তার কাছে দুটি ১০ রুপির ভারতীয় মুদ্রা ও একটি কাপরের ব্যাগে কিছু পুরোনো ব্যবহৃত কাপড় জব্দ করা হয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমদ বলেন, ‘ওই ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা