আহত ভিকির মুখে ১৩ সেলাই

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১২:৩১
অ- অ+

শুটিং করতে গিয়ে সম্প্রতি গুরুতর আহত হয়েছেন বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলিউড সূত্রে খবর, তার চোয়ালের হাড় ভেঙেছে। প্রায় ১৩টি সেলাই দিতে হয়েছে মুখে।

ঘটনার দিন গুজরাটে ভানুপ্রতাপ সিং পরিচালিত একটি ভৌতিক ছবির শুটিং চলছিল। সে সময়ই ঘটে দুর্ঘটনাটি। একটি শট দিতে গিয়ে মুখে গুরুতর আঘাত লাগে তার।

খবর বলছে, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় দৌড়ে দরজা খোলার সময় সেটি ভেঙে তার ওপরেই পড়ে যান ভিকি। তাতেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়।

ভিকির সঙ্গে ছবিতে ভূমি পেডনেকার, কারিনা কাপুর খান, অনিল কাপুর, রণবীর সিং এবং জাহ্নবী কাপুরও অভিনয় করছেন। টিমের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছর ছবি মুক্তি পাবে এই ছবি।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা