‘সাভারের ট্যানারি শিগগিরই ব্যবসায়ীদের কাছে হস্তান্তর`

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ২০:৫৮
অ- অ+

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, `সাভারে বিসিক পরিচালিত বিশাল সম্ভাবনাময় চামড়া শিল্পনগরী আমরা শিগগিরই ব্যবসায়ীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবো। হাজারীবাগ থেকে ট্যানারি এখানে স্থানান্তরের পর বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যা ছিল, সেটা দূর করেছি। আরও যে আধুনিকায়ন করা দরকার, তাও করব।`

রবিবার বিকালে আশুলিয়ার আমান স্পিনিং মিলসের নতুন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রধান শর্তই হচ্ছে, যেকোনো শিল্প-কারখানার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ঠিক রাখা। যারা এটাকে অমান্য করছেন, তাদের বোঝাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা যারা বন্ধ রেখে সরকার ও এলাকাবাসীকে ফাঁকি দিয়ে পরিবেশ নষ্ট করছেন, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে।‘

এজন্য সংশ্লিষ্ট কমিটিকে নজরদারিরও নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, যারা শ্রমিক, পরিবেশ ও সাশ্রয়ী শিল্পের কথা চিন্তা করেন, সেসব উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হবে। আমান স্পিনিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী এ ধরনের প্রকল্প এই অঞ্চলের অন্যান্য প্রতিষ্ঠান ও মানুষের কাছে অনুকরণীয় বলেও মনে করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান এম আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান প্রমুখ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা