রিয়ালকে রুখে দিলো গেতাফে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:১৬ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৭

সেভিয়া, ভ্যালেন্সিয়ার মতো প্রথম সারির দলগুলোকে টপকে হঠাৎই চ্যাম্পিয়ন্স লিগের বৃত্তে ঢুকে পড়ার উপক্রম গেতাফের। গত মৌসুমে প্রিমিয়ার ডিভিশনে উঠে আসা দলটি লিগ শেষ করেছিল আট নম্বরে থেকে। এবার ৩৪ রাউন্ডের শেষে তারা লিগ টেবিলের চার নম্বরে।

লিগে শেষ চারটি ম্যাচে হঠকারিতা না করলে বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে পারে গেতাফে। অন্তত পরের মৌসুমে তাদের ইউরোপা লিগ খেলার সম্ভাবনা রয়েছে প্রবল।

লা লিগার ম্যাচে বৃহস্পতিবার নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় গেতাফে। ঘরের মাঠে গেতাফে চোখ ধাঁধানো ফুটবল উপহার দিতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে আটকে দেওয়ার মতো প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টায় ত্রুটি রাখেনি তারা। জিদানের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিয়ে শেষমেশ ম্যাচ গোলশূন্য (০-০) ড্র করতে সক্ষম হয় হোসে জিমেনেজের প্রশিক্ষণাধীন গেতাফে।

৩৪তম রাউন্ড শেষে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে গেতাফে। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় অবস্থানে। আর ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :