পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৫৯| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:০৬
অ- অ+

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বোদা বাজার এলাকায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী এবং বিকালে মডেলহাট-তালমা সড়কের খালপাড়া এলাকায় নসিমন উল্টে চালক নুর ইসলাম নিহত হন।

স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম একটি বাইসাইকেলে বোদা সাতখামার মাদ্রাসা সংলগ্ন স-মিলে যাচ্ছিলেন। এ সময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার হাফিজাবাদ এলাকার মডেলহাট-তালমা সড়কে কাঠ বোঝাই একটি নসিমন উল্টে যায়। এ সময় কাঠ ও নসিমনের নীচে চাপা পড়েন চালক নুর ইসলাম (২৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর ইসলাম হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বোদা থানা পরিদর্শক তদন্ত আবু সায়েম মিয়া এবং সদর থানা পুলিশের ওসি আবু আকক্াছ আহমেদ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা