হিরোর নতুন এক্সট্রিম বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৯, ১০:১২

হিরোর স্পোর্টস সিরিজ এক্সট্রিম। এই সিরিজে এল নতুন মডেল। ভারতের বাজারে এক্সট্রিম ২০০এস মডেল উন্মোচন করেছে হিরো।

মোটরসাইকেলের সামনে থাকছে এলইডি হেডল্যাম্প। টেইলেও ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। ইঞ্জিন বন্ধ করার জন্য থাকছে আলাদা কিল সুইচ। আর থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ব্লুটুথের মাধ্যমে এই মোটরসাইকেলে টার্ন বাই টার্ন নেভিগেশন ব্যবহার করা যাবে।

এক্সট্রিম ২০০ এস মোটরসাইকেলে সম্পূর্ণ নতুন ডিজাইন ব্যবহার করেছে হিরো। থাকছে একটি স্পোর্টি হেডল্যাম্প। শার্প ডিজাইনের এই মোটরসাইকেল সহজে রাস্তায় নজর কাড়বে। থাকছে অ্যালয় হুইল, আর এক্সহস্ট মাফলার। এই মোটরসাইকেলের ফ্ল্যাট হ্যান্ডেলবার রাইডিং অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে। লাল, বাদামী ও কালো রঙে পাওয়া যাবে নতুন এক্সট্রিম।

বাইকটিতে আছে ১৯৯.৬ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৮.১ বিএইচপি শক্তি এবং ১৭.১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে আছে ৫ স্পিড গিয়ার বক্স।

মোটরসাইকেলের সামনে আছে একটি ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক। পিছনে ৭ স্টেপ মোনো শক অ্যাবজর্বার। থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস।

ভারতের বাজারে বাইকটির দাম ধরা হয়েছে ৯৮ হাজার ৫০০ রুপি।

(ঢাকাটাইমস/৫মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :