পাবনায় গৃহবধূকে গলাকেটে হত্যাচেষ্টা

পাবনার আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর মহল্লায় মলিনা খাতুন নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত মলিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
আহত মলিনা মোয়াজ্জিম হোসেনের স্ত্রী। ছেলে-মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
আটঘরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যার দিকে কে বা কারা দেবোত্তর রহিমা কওমি মহিলা মাদ্রাসার ভাড়া বাসায় ঢুকে মলিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। এসময় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
কে বা কারা তাকে হত্যাচেষ্টা করছে পুলিশ তা জানাতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
(ঢাকাটাইমস/১৩মে/এমআর)

মন্তব্য করুন