কারা আগলে রাখেন টাবুকে?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৩:৪২
অ- অ+

বলিউডে নাকি বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না। কোনো না কোনো সময়ে চিড় ধরে। সেই সব কথাকে ভুল প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী টাবু। অজয় দেবগণ এবং সালমান খানের সঙ্গে তার বন্ধুত্বের চর্চা করেন ইন্ডাস্ট্রির সবাই। নিখাদ বন্ধুত্বের বাইরে আর কোনো অনুভূতি কখনো বাসা বাঁধেনি তাদের মনে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী নায়িকা জানান, সহকর্মী থেকে কবে যে অজয় এবং সালমান তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছেন, তা মনেই পড়ে না আলাদা করে। তার বিশ্বাস, জীবনে চলার পথে এই দুই প্রাণের বন্ধু কখনো তাকে হোঁচট খেতে দেবেন না। অজয় এবং সালমান তার পরিবারেরই অংশ।

টাবুর বলিউডে অভিষেক হয় ১৯৯৪ সালে ‘বিজয়পথ’ ছবির মাধ্যমে। সেখানে তার বিপরীতে ছিলেন অজয় দেবগণ। বন্ধুত্বের সেই যে জয়যাত্রা শুরু হয়েছিল আজও তা অটুট। এখনও পর্যন্ত তারা একসঙ্গে ‘হাকিকাত’, ‘তাকাশাক’, ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’ ও ‘দে দে পেয়ার দে’ ছবিগুলোতে কাজ করেছেন।

অন্যদিকে সালমান খানের বিপরীতে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘জয় হো’ ও ‘ভারত’ ছবিগুলোতে দেখা গেছে টাবুকে। এর মধ্যে ‘ভারত’ ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/১৫ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা