সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনল স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১২:১৯
অ- অ+

ফিচার ফোন থেকে স্মার্টফোনে ব্যবহারে আগ্রহী ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন তুলে দিতেই স্যামসাং নিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘গ্যালাক্সি এ২ কোর’। এই ফোনটি স্যামসাং এর ইতিহাসের অন্যতম বিক্রিত ফোন গ্যালাক্সি জে২ কোর এর উত্তরসূরি হিসেবেই বাজারে নিয়ে এসেছে স্যামসাং।

গ্রাহকদের জন্য স্মার্টফোনটিতে উচ্চ ব্যবহার ক্ষমতা এবং অতিরিক্ত মেমোরি স্পেস দিতেই গ্যালাক্সি এ২ কোর এ ব্যবহার করা হয়েছে এর জন্যে বিশেষ ভাবে ডিজাইন করা অ্যানড্রয়েড গো এডিশন। আকারে ছোট অ্যানড্রয়েড ইন্সটলেশন প্যাকেজ সাইজ, লাইট অপারেটিং সিস্টেম এবং

র‌্যামের বিস্ময়কর কার্যক্ষমতার মিশেলে এতে যেমন পাওয়া যাবে দুর্দান্ত গতি আর সঙ্গে সঙ্গে ব্যবহারেও আসবে স্বাচ্ছন্দ্য। ফোনটিতে রয়েছে ইনবিল্ট ১৬ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।

গ্যালাক্সি এ২ কোর এ ফোনটিতে কিউএইচডি ৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ভিডিও দেখা কিংবা হাল্কা ধাঁচের গেম খেলবার জন্যে এটি একটি আদর্শ ফোন। ব্যবহারকারীরে শুধু যে উচ্চমানসম্পন্ন ভিডিও দেখতে পারবেন তাই নয়, টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে একবার চার্জেই। ক্যামেরার প্রশ্নেও কার্পণ্য করেনি এ২ কোর, এতে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ছবি তুলতে সক্ষম।

এই ফোনটি সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্যে দারুণ একটি ফোন হবে গ্যালাক্সি এ২ কোর। এর পূর্বসূরি গ্যালাক্সি জে২ কোর স্থানীয় বাজারে সর্বাধিক বিক্রিত ফোনগুলোর একটি হবার গৌরব অর্জন করেছিলো। তাই জে২ এর উত্তরসূরি এ২ কোর ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আমরা বিশ্বাস করি।’ সব বয়েসিদের জন্যেই দারুণ ভাবে ব্যবহার উপযোগী ডিজাইন এর ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালী এবং কালো এই তিনটি গ্লোসি রঙ এ। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৯০ টাকা।

(ঢাকাটাইমস/১৯মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা