যশোরে ছুরিকাঘাতে জুটমিল শ্রমিক নিহত

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৯, ২২:১৩
অ- অ+

যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় যশোর মাগুরা সড়কের আফনান জুট মিলের শ্রমিক সর্দার শহীদ কাজী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ কাজী মাগুরা জেলার সদর উপজেলার আরজপুর গ্রামের লোকমান কাজীর ছেলে। যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আফনান জুটমিলের শ্রমিক সর্দার ছিলেন তিনি।

নিহতের ভাই মহিন কাজী জানান, দুপুর আড়াইটার দিকে সকল শ্রমিক নাস্তা করার জন্য মিলের বাইরে চায়ের দোকানে আসে। এ সময় শহীদ কাজী তাদের ডাকতে আসে। এ সময় তিন দুর্বৃত্ত এসে শহীদ কাজীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কেন কি জন্য এই ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেনি। তবে পুলিশ একজনকে আটক করেছে। পরে স্থানীয়রা আহত শহীদ কাজীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লা সবুজ বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক হায়াত মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে।

(ঢাকাটাইমস/২০মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা