দ্বীন মোহাম্মদ আই হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা

ধানমন্ডির সোবহানবাগে দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চোখের পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সচিব বলেন, ‘সকাল সাড়ে ৯টায় অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তার গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। ড. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে চার সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন। প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষার পর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও চশমা দেন।’
আশরাফুল আলম খোকন আরও জানান, চোখ পরীক্ষা করাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করেন। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখে প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও ডা. শেখ মোহাম্মদ হোসেন।
(ঢাকাটাইমস/২৭মে/এনআই/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

গাফিলতি থাকায় বিমানের ইমেইল সার্ভার হ্যাক হয়েছে, চাঁদা দাবির তথ্য সঠিক নয়: প্রতিমন্ত্রী

শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

ইতালিতে কর্মী নিয়োগের আবেদন কাল থেকে

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারকে প্রধানমন্ত্রীর ফলমূল এবং মিষ্টান্ন উপহার

গুগল ডুডলে উড়ছে লাল-সবুজ পতাকা
