মির্জাপুরে একরাতে তিন ট্রান্সমিটার চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি , ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৯, ১২:২৯
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে একরাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রাম থেকে ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে দেড় শতাধিক পরিবার অন্ধকারে নিমজ্জিত এবং তিনটি সেচপাম্প বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে চোরের দল বাওয়ার কুমারজানী পশ্চিমপাড়া ট্রেন লাইনের কাছ থেকে ২৫ কেভির একটি, ইন্ছু মিয়ার বাড়ির কাছ থেকে ২৫ কেভি আরেকটি এবং উত্তরপাড়া মকবুল হোসেনের বাড়ির কাছ থেকে ১০ কেভি মিলে মোট তিনটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়। ট্রান্সমিটার চুরির ঘটনায় দেড় শতাধিক পরিবার ও তিনটি সেচপাম্প বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।

এদিকে একরাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০২জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :