কলেজছাত্রকে মাদক দিয়ে ফাঁসানোয় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০১৯, ১৭:৩৭

কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- এসআই আবুল খায়ের ও এসআই আজিজুল হক।

মঙ্গলবার দুপুর ২টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

ভৈরবে শিক্ষার্থীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে দুই পুলিশ গণধোলায়ের শিকার হওয়ার ঘটনায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান ঘটনার তদন্ত শুরু হওয়ার একদিন পর আজ দুপুরে ওই দুই পুলিশ কর্মকর্তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইনে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সম্পূর্ণ তদন্ত শেষে এ ঘটনা সত্যতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

গত শনিবার রাতে ভৈরব থানা পুলিশের দুই এসআই সজীব আহমেদ নামে এক কলেজছাত্রকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে উপজেলার শম্ভুপুর এলাকায় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন। এ খবর পেয়ে থানার অন্য পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ওই দুই পুলিশকে উদ্ধার করেন।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :