ধাওয়ানের টুইটে আশার আলো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৭:২১
অ- অ+

শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে ইংল্যান্ড যাচ্ছে রিশাব পান্ত। বাঁ-হাতি ওপেনারকে এখনই দেশে না পাঠালেও শঙ্কা ক্রমেই বাড়ছে শিখরকে নিয়ে। এই অবস্থাতেই যেন কিছুটা আলোর সন্ধান মিলল শিখরের একটি টুইটে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নাথান কুল্টার-নাইলের হঠাৎই লাফিয়ে ওঠা একটা বল ধওয়নের বাঁ হাতের বুড়ো আঙুলে এসে লাগে। তাঁর বুড়ো আঙুল ফুলে ওঠে। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে ভারতের বাঁ-হাতি ওপেনারের বুড়ো আঙুলে চিড় ধরেছে। যার জেরেই তিন সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন শিখর।

ধাওয়ানকে অবশ্য এখনই দেশে ফেরানো হচ্ছে না। দলের সঙ্গেই ইংল্যান্ডে থাকছেন শিখর। তাঁর ফিটনেসের দিকে নজর রাখবে টিম ম্যানেজমেন্ট। অনেকেই অবশ্য ধরে নিয়েছেন, চোট সারিয়ে ধওয়ন যখন ফিরে আসবেন তত দিনে অনেক দেরি হয়ে যাবে। তখন কি আর ধাওয়ানের জায়গা হবে ভারতীয় দলে? এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছে।

যাঁকে নিয়ে এত জল্পনা, এত চর্চা, সেই ধাওয়ানের মানসিক অবস্থা এখন কী? ভারতের বাঁ হাতি তারকা ওপেনার মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী রাখার প্রবল চেষ্টা করে চলেছেন। তার ইঙ্গিত তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। উর্দু কবি রাহাত ইনদোরির কবিতার পংক্তি তুলে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন ধাওয়ান। বিশ্বকাপ খেলার ব্যাপারে তিনি এখনও আশাবাদী। চোটের কবলে থাকলেও তিনি একেবারেই ভেঙে পড়েননি। বরং নিজেকে তৈরি রাখছেন। মাঠে যখন নামবেন তখন নিজের সেরাটা দেবেন।

(ঢাকাটাইমস/১২ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা