দুই রোহিঙ্গার পেটে ৯ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১১:১১
অ- অ+

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের পেট থেকে নয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়।

বুধবার রাতে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাহিরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন নজরুল ও জুবায়ের। তাদের সন্দেহজনক চলাফেরা অনুসরণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এ সময় কথা বললে তারা পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে পেটের ভেতর করে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে পেট থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় প্রায় নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

ঢাকাটাইমস/১৩জুন/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা