রাজিব-দিয়ার মৃত্যু: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৮:৩৮
অ- অ+

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব-দিয়ার বাসচাপায় মৃত্যুর মামলায় তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের ইন্সপেক্টর কাজী শরিফুল ইসলামের সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ সাক্ষির দ্বিতীয় কার্যদিবস সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৫ জুন অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলায় তিনি গত ৫ মে আদালতে প্রথম সাক্ষ্য দেন। এর আগে এ মামলায় আরও ২৬ জনের সাক্ষ্য দিয়েছেন। গত বছর ৪ নভেম্বর থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলাটিতে আসামি জাবালে নুরের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ (৩০), হেলপার মো. এনায়েত হোসেন (৩৮) ও চালক মো. জোবায়ের সুমন (৩৬) কারাগারে রয়েছেন। মামলার অপর দুই আসামি বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেলপার মো. আসাদ কাজী (৪৫) পলাতক রয়েছেন। মামলার অপর আসামি ঘাতক বাসের মালিক মো. শাহদাত হোসেন আকন্দের অংশের বিচার হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

মামলায় গত বছর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ।

মামলায় বলা হয়, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুইটি গাড়ী বেপরোয়াভাবে চালিয়ে একটি বাস জিল্লুর রহমান ফøাইওভারের ঢালে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্র ছাত্রীর উপর তুলে দেয়। যার কারণে ১৩/১৪ জন ছাত্র ছাত্রী গুরুত্বর আহত হয়। যাদের মধ্যে উক্ত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। গত ২৯ জুলাই দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৩জুন/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা