৭২ বছরের ‘বুড়ি’ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০১৯, ১৫:৪৩| আপডেট : ২৩ জুন ২০১৯, ১৬:১০
অ- অ+

রসিকতা করে নিজেকে ৭২ বছরের বুড়ি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন সচিব নিজেকে ‘বৃদ্ধ’ বলার পর প্রধানমন্ত্রী বলেন, ‘ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’

রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিবের একটি বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, `ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরে সে জন্য কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘তো আমি দেখতে পারব না। কিন্তু আজকের যে প্রজন্ম, প্রশিক্ষণার্থী, তারাই তো ৪১ এর দেশ গড়ার কারিগর। সবাই রাজি তো?’

‘এখন থেকে অনেক দায়িত্ব নিতে হবে। ৭২ বছরের বুড়ি তো তখন থাকবে না। কিন্তু কাজগুলো করতে হবে। তাই দায়িত্বটা দিয়ে যাচ্ছি নতুন প্রজন্মের কাছে। আপনারা করবেন।’

উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির প্রাথমিক যোগ্যতা অর্জনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু আমাদের আরো বেশি সামনে যেতে হবে। আমাদের যেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।’

উন্নয়নটা শুধু রাজধানীকেন্দ্রীক না, গোটা বাংলাদেশব্যাপী হবে বলেও জানান শেখ হাসিনা। বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন হবে আর্থ সামজিকভাবে। প্রতিটি অঞ্চলের উন্নয়ন হবে।’

যে কর্মকর্তারা যেখানেই যাবেন, কেবল চাকরির জন্য চাকরি না করে, জনগণের সেবা, দেশের সেবা, দেশ ও দেশের মানুষকে ভালোবাসার পরামর্শও দেন সরকার প্রধান।

ঢাকাটাইমস/২৩জুন/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা