জমজমের পানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এয়ার ইন্ডিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ১৭:১৩
অ- অ+

ভারতের এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ উড়োজাহাজে জমজমের পানি বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে ভারতীয় হজ যাত্রীদের দুশ্চিন্তা কমেছে।

মঙ্গলবার টুইট বার্তায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলে, ‘এআই নাইন সিক্স সিক্স ও এআই নাইন সিক্স ফোর উড়োজাহাজে দুটিতে জমজমের পানির ক্যান বহনে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। হাজীরা জমজমের পানি উড়োজাহাজ দুটিতে বহন করতে পারবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

গত ৪ জুলাই এয়ার ইন্ডিয়ার জেদ্দা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উড়োজাহাজ পরিবর্তন ও আসন সীমিত হওয়ার কারণে জমজমের পানির ক্যান ফ্লাইটে বহন করা যাবে না।’

জেদ্দা-হায়দারাবাদ-মুম্বাই ও জেদ্দা-কোচি ফ্লাইট দুটিতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

জমজমের পানি মুসলমান ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র পানি। প্রত্যেক হজযাত্রীই তার আত্মীয়-স্বজনসহ নিজের পরিবারের জন্য মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসে।

হঠাৎ এ নিষেধাজ্ঞায় অনেক হজ্জযাত্রীই আতঙ্কিত হয়ে পরেছিল। অনেক হজযাত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারে লোকসভায় কংগ্রেসের সমস্য আমিন প্যাটেলের হস্তক্ষেপও কামনা করে। আমিন প্যাটেল বলেছিলেন, ‘জমজমের পানি পবিত্র। এ পানির ধর্মীয় তাৎপর্য রয়েছে। জমজমের পানি অসুস্থতা নিরসনে উপকারী বলে মুসলমানরা বিশ্বাস করে। তাই হাজিদের অবশ্যই জমজমের পানি বহনের অনুমতি দিতে হবে।’

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে অনুরোধের জন্য চিঠিও পাঠান প্যাটেল।

ভারতের হজ কমিটির নির্বাহী পরিচালক এম এ খান নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, ‘হজ থেকে ফিরতি পথে প্রত্যেক হজযাত্রীকে পাঁচ লিটার জমজমের পানি বহনের অনুমতি দিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বাধ্য। কারণ এ বিষয়ে আমাদের সমঝোতা স্মারক হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিষেধাজ্ঞার ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঢাকাটাইমস/১০জুলাই/আরআর/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা