বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৪:৫৬
অ- অ+
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল এবং একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল।

বিজিবির কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বুধবার রাতে রয়েল ও পটলসহ আরও কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৬ এর সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় রয়েল ও পটল।

তাদের মধ্যে পটলের লাশ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা