লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ১৪:৩১
অ- অ+
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার সোহরাব হোসেন নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে ও নির্যাতিত স্কুলছাত্রীর মা জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে লোকজন মাছ ধরছিল। ওই মাছ ধরা দেখতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় ৫০ টাকার প্রলোভন দিয়ে কৌশলে শিশুটির মুখ চেপে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সোহরাব। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

রাতে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহরাবকে আটক করে।

রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই শিশুর মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা