ঝড়ে উপড়ে গেছে গাছ

পঞ্চগড়ে কয়েক রুটে যান চলাচল বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২৩:০১
অ- অ+

প্রবল বর্ষণের সাথে ঝড়ো হাওয়ায় পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকশ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে গাছ পড়ে জেলার কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।

শনিবার গভীর রাত পর্যন্ত মুশলধারে বৃষ্টির সাথে প্রচণ্ড ঝড়ে জেলার বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

অতিবৃষ্টি এবং উজানের ঢলে নেমে আসা পানিতে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন তুলনামূলক নিম্ন এলাকার অসংখ্য পরিবার। অনেক পাকা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়েছে।

আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে। মির্জাপুর ইউনিয়নের ডাংগিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে গাছপালা। ময়দানদীঘি ইউনিয়নের ভিমপুকুর এলাকায় একাধিক বাড়িঘরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল থেকে দমকল বাহিনীর কর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়কের গাছ অপসারণের কাজ করছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কেউ ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক এহতেশাম রেজা জানান, প্রবল বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। আমরা মাঠে কাজ করছি। সকল উপজেলার নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন। তারাও তথ্য সংগ্রহ করছেন। এছাড়া সকাল থেকে বিদ্যুৎ নেই। এজন্য এখনই নির্দিষ্ট করে ক্ষতির সঠিক পরিমাণ বলা মুশকিল।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা