বিজেপিতে একঝাঁক টলি অভিনেতা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ০৯:১৪| আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:৩০
অ- অ+

দল বদলের আঁচ এবার টলিউডেও। লোকসভা নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তখন এটাও শোনা গিয়েছিল, হয়তো লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়াই করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে লড়াইয়ের ময়দানে দেখা যায়নি। তবে টলিউডে বিজেপির নতুন ব্রিগেড গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।

নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের প্রভাবশালী এক অভিনেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ্মশিবির থেকে টলিউডের একদম উপরতলাতেও যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। এ ক্ষেত্রে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের জন্য উদ্বেগের খবর হলো, সেই সমস্ত যোগযোগ কিন্তু বিজেপির জন্য ‘ইতিবাচক’ খবরই বয়ে আনছে।

তারই ধারাবাহিকতায় এবার টলিউড থেকে দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে যোগ দিলেন ১২ জন অভিনেতা। যাদের মধ্যে রয়েছেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র ও কৌশিক প্রমুখ।

এসব অভিনয়শিল্পীদের গেরুয়া শিবিরে যোগদানের পর দিলীপ ঘোষ জানান, ‘টালিগঞ্জে একটা গোষ্ঠীর মাফিয়া রাজ চলছে। বিজেপি দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার। সেখানে আগেও অনেকেই যোগ দিয়েছিলেন। তবে তাদের নানা হুমকি দিয়ে আটকে রাখা হয়েছিল। এবার সেই নিয়মে বদল ঘটল। আরও ঘটবে।’

ঢাকাটাইমস/১৯ জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা