হাফ সেঞ্চুরি করে ফিরলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৬:৩৭
অ- অ+

সৌম্য সরকার ও তামিম ইকবাল আউট হয়ে যাওয়ার পর মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিমের জুটিতে দারুণ খেলছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১৩১ রানে ভাঙল এই জুটি। ৪৬ বলে ৫০ রান করে ফিরে গেলেন মুশফিকুর রহিম। মুশফিক ও মিথুন ৭৩ রানের জুটি গড়েছেন।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের দেয়া ২৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১৩৬ রান।

কলম্বোর পি সারা ওভালে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। দলের পক্ষে দুজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। ৬৩ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেছেন দাসুন শানাকা। ৫৬ রান করেছেন শিহান জয়াসুরিয়া। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ২টি, সৌম্য সরকার ২টি, ফরহাদ রেজা ১টি, মোস্তাফিজুর রহমান ১টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। এই সিরিজে টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ জুলাই। মূল ম্যাচে মাঠে নামার আগে টাইগাররা আজ প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। মাশরাফি বিন মর্তুজা না থাকায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা