চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ জুলাই ২০১৯, ১৪:২৯
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া-শ্যামপুর সড়কে বিজয় নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। পরে যানটি নিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, দৌলতপুর যাওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনীর মাঝেরগ্রাম এলাকার আব্দুল হাকিমের ছেলে বিজয়ের ইজিবাইক ভাড়া করে ইব্রাহিম, নাজমুল ও রকি নামে তিনজন। তাদের মধ্যে ইব্রাহিম ও নামজুল বিজয়ের প্রতিবেশী।

রাত নয়টার দিকে মৌবাড়িয়াা-শ্যামপুর সড়কের ফাঁকা মাঠে পৌঁছলে ওই তিনজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিজয়কে গলা কেটে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ইব্রাহিম ও রকিকে ইজিবাইকসহ আটক করে। এ সময় অপর আসামি নাজমুল পালিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান জানান, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেছেন। পলাতক নাজমুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা