বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১০:৫৯

বগুড়ায় প্রতিবেশী খোকনের (৩২) সঙ্গে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো. ইমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার পালশা জোরগাছতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইমন শহরদীঘির মৃত রানার ছেলে। তিনি এরুলিয়ার একটি ময়দার মিলে শ্রমিকের কাজ করতেন। তাকে হত্যার সঙ্গে জড়িত খোকন পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে খোকনের স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। এরপর খোকন প্রতিবেশী আইয়ুব আলীর বাড়ি গিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী তাদের কারণেই বাড়ি ছেড়ে চলে গেছে। তার দাবি, আইয়ুব আলীর স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রী পরকীয়ায় জড়িয়েছিলেন।

এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে প্রতিবেশী আইয়ুব আলী ও তার স্ত্রীর সঙ্গে খোকনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে খোকন আইয়ুব আলী ও তার স্ত্রীকে মারধর করে। আইয়ুবের ছেলে আব্দুস সালামকে ফোন করে অন্য প্রতিবেশীরা বিষয়টি জানালে তিনি তার বন্ধু ইমন ও মুন্নাকে সঙ্গে নিয়ে খোকনের বাড়িতে যান।

এরপর ইমনের সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকে ও বুকের নিচে দুইবার ছুরিকাঘাত করে পালিয়ে যান খোকন। আহতাবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ‘ঘটনার পর থেকে খোকন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ঢাকাটাইমস/৩১ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

সোনারগাঁয়ে সর্বজনীন পেনশন মেলা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :