মাদারীপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৯

মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফারুক নামে এক ব্যক্তি মারা গেছে। গত ২৪ ঘন্টায় আটজন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এ নিয়ে শহরটিতে মোট ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত ২৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে সদর হাসপাতালে চারজন এবং শিবচরে একজন ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শফিকুল ইসলাম। ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

মাদারীপুর সদর হাসপাতাল শিবচর উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে প্রথমে ২৩ জন রোগী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন। আর গত ২৪ ঘণ্টায় আরো আটজন ভর্তি হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এ সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, মাদারীপুরে যেসব রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, তাদের বেশির ভাগ ঢাকা বা অন্য জায়গা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে এনেছে। আতঙ্কের কিছু নেই, সব জ্বরই ডেঙ্গু নয়। তবে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :