ফরিদপুরে ডিক্রীরচর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ২০:২৮

ফরিদপুর সদর উপজেলার পাঁচ ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের কারণ হিসেবে জানানো হয়, চেয়ারম্যান মেহেদী হাসানের বিরুদ্ধে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় শহর রক্ষা বেড়ি বাঁধের মাটি কেটে ব্যাপক ক্ষতি, পরিষদ

সদস্যদের লাঞ্ছিত, বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব না দিয়ে ক্ষমতার অপব্যহার, ভয় দেখিয়ে অন্য ইউপি সদস্যদের স্বাক্ষর গ্রহণ ও ১% প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ জন্য জনস্বার্থে চেয়ারম্যান মেহেদী হাসানের ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ ঠিক নয় মনে করে সরকার।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, ‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি আমি পেয়েছি। এ অনুলিপি ফরিদপুরের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।’

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, ‘তাকে তার পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এ জাতীয় কোন প্রজ্ঞাপন, নির্দেশনা বা আদেশ গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি (আনুষ্ঠানিকভাবে) হাতে পাননি। সেটি হাতে পাওয়ার পর এ ব্যাপারে তিনি তার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’

প্রসঙ্গত, গত ২৮ মে মেহেদী হাসানের বিরুদ্ধে ওই ইউনিয়নের নয়জন ইউপি সদস্য উল্লেখিত অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়। ওই দিনই এ সংক্রান্ত আবেদন পৌঁছে দেয়া হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফরিদপুরের জেলা প্রশাসককে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :