জর্ডানে ঈদ পুনর্মিলনী

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১৯:৫১
অ- অ+

জর্ডানের রাজধানী আম্মানের আল হায়া কালচারাল সেন্টারে প্রবাসী বাংলাদেশি নাট্য শিল্পী একাডেমির উদ্যোগে জর্ডান প্রবাসীদের নিয়ে এক মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশি নাট্য শিল্পী একাডেমির সভাপতি আন্না হাওলাদারের সভাপতিত্বে ও শরীফুল ইসলাম বিপ্লবের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বশির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শাহজাহান খান, আসাদুজ্জামান, রেজাউল করিম জিয়া, নজরুল ইসলাম, কিবরিয়া মুন্সি, কোহিনূর রহমান, লালন শেখ, জর্ডান বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজবা উদ্দিন ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এএস শ্যামল সরকার।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রবাসী নাট্য শিল্পী একাডেমি, ইয়াম মালিবান সাংস্কৃতিক গ্রুপ, সাহাব ডান্স গ্রুপ।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও জর্ডানের আম্মান, আলতাজুমা, ইরবিদ, আলদুলাল এলাকায় কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন- স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সভাপতি রাশেদ কাদের, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লালন শেখ, সালাউদ্দিন, আব্দুর সবুর খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে লটারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা