ঝিনাইদহে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ২১:৫৭
অ- অ+

ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা হয়েছে। ধর্ষিতা ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

ধর্ষিতার চাচা তরকারি বিক্রেতা মধু জানান, ঈদের দিন (সোমবার) সন্ধ্যার দিকে খাজুরা গ্রামের বাদশা, রুহুল আমীন ও মুন্নু তার ভাতিজিকে মাঠ থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়। ভূমিহীনপাড়ার এক ব্যক্তি মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি এসে সে সব খুলে বলে।

আব্দুল আজিজ জানান, তিনি ওই মেয়েটিকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করছেন। তার কোন সন্তান নেই। ঈদের দিন সন্ধ্যায় মেয়েটি পাশের বাড়িতে তার মাকে খুঁজতে বের হয়। এ সময় বাদশা, রুহুল আমীন ও মুন্নু তাকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরের সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ‘এ ব্যাপারে ধর্ষিতার পিতা আজিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা