স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস

এই প্রথম স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস। নাম ওয়ান প্লাস টিভি। সম্প্রতি ওয়ান প্লাস তাদের নতুন টিভির নাম ঘোষণা করে। ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই টিভি বাজারে আসতে পারে। দুটি ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে।
এক অনলাইন ফোরামে ওয়ান প্লাস জানিয়েছে, ‘ আমাদের প্রথম স্মার্ট টিভি ওয়ান প্লাস টিভি নামে বাজারে আসবে। আমরা মনে করি এটাই সেরা নাম।’
গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম টিভি বাজারে আনার ঘোষণা দিয়েছিল ওয়ান প্লাস। স্মার্টফোনের মতো টিভির দুনিয়াতেও ঝড় তুলতে চাইছে চীনের কোম্পানিটি।
আপাতত ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি ছাড়ার পরিকল্পনা করছে ওয়ান প্লাস। ৪৩ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি ডিসপ্লেতে এই টিভি বাজারে পাওয়া যাবে।
ওয়ান প্লাসের নতুন টিভিতে এলইডি ডিসপ্লে থাকতে পারে। বাজারের অন্যসব টিভির তুলনায় কম দামে পাওয়া যাবে এই টিভি।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এজেড)

মন্তব্য করুন