গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১০:২০
অ- অ+

অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা সীমান্তে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার পর বিমান হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর ও মধ্য গাজায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দু’টি ভূগর্ভস্থ অবকাঠামো লক্ষ্য করে শুক্রবারের ওই বিমান হামলা চালানো হয়। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার দিনের শুরুতে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের একটি লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালানোর প্রতিক্রিয়ায় ওই বিমান হামলা চালানো হয়েছে বলে তেল আবিব দাবি করেছে। হামাসের রকেটটি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করে ইসরায়েল।

ওই রকেট নিক্ষেপের পর দক্ষিণ ইসরাইলের সাদেরুত বসতি ও শার হানেগেভ অঞ্চলে উচ্চশব্দে সাইরেন বাজতে শোনা গেছে।

এর আগে শুক্রবার গাজা-ইসরাইল সীমান্তে হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় ইসরায়েলি সেনারা তাদের ওপর হামলা চালালে অন্তত ৩৮ ফিলিস্তিনি আহত হন। গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে গাজাবাসী।

ঢাকা টাইমস/১৭আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা