ট্রাক কেড়ে নিল শালা-দুলাভাইয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ০৯:৩৪| আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৯:৩৬
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় উল্টে যাওয়া পণ্যবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শাহজাহান এবং কাজীপাড়া এলাকার রফিকুল। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার রাতে রফিকুলের ঢাকায় যাওয়ার কথা ছিলো। এজন্য দুলাভাই শাহজাহানের মোটরসাইকেলে করে চট্টগ্রাম বাস কাউন্টারের উদ্দেশে রওনা হন রফিকুল। উপজেলা সদরের আমজুরহাট এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক উল্টে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও রফিকুল নিহত হন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/২০আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা