যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ২১:৫১
অ- অ+
ফাইল ছবি

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাদ (৫) ও আলামীন (৫) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সাদ নারিকেলবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও আলামীন জামালের ভাই সৈয়দ আলীর ছেলে।

মৃত আলামীনের চাচাত ভাই তুহিন আলম জানান, দুপুর ১২টার দিকে সাদ ও আলামীনকে অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিল না পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির কাছে একটি পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে। স্থানীয় লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক আশরাফ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুজনের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা