সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১২:১২
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ঝলসে গেছেন আরও একজন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কলারোয় উপজেলার জালালাবাদ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে। ঝলসে যাওয়া মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।

জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তারা দুইজন পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় আকাশে ব্যাপক আকারে বিদ্যুৎ চমকাচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত দেলবারের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পাশের জমিতে থাকা মিলন হোসেন গুরুতর আহত হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কৃষক মারা গেছে ও একজন ঝলসে গেছে। আহত মিলন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা