বিপিএলে অংশ নিবে সিলেট সিক্সার্স

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ১৫:২৪
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ক্রিকেটের সপ্তম আসরে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স। এর আগে বিসিবি’র সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে টানাপোড়েনের কারণে পরবর্তী আসরে সিলেটের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

শনিবার বিসিবির সঙ্গে আলোচনা শেষে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বিপিএলে অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিপিএলের সবগুলো ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা করতে এসেছি। বিপিএলের নতুন সাইকেলের জন্য আমাদের পরামর্শগুলো আমরা লিখিত আকারে বিসিবিকে জানিয়ে দেবো।

বিপিএলে অংশগ্রহণের জন্য যে ফি দিতে হয়, তার ৭০ শতাংশ দেয়নি সিলেট। সেই প্রসঙ্গে সিলেটের প্রধান নির্বাহী বলেন, পাওনা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যেটা ছিল, তার নিষ্পত্তি হয়েছে। আশা করি, পরবর্তী আসরে আমরা অংশ নেবো এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

বিপিএলের নতুন সাইকেল তৈরির জন্য গভর্নিং কাউন্সিল সব ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনায় বসে। ধারাবাহিকভাবে শেষ ফ্রাঞ্চাইজি হিসেবে সিলেটের সঙ্গে আলোচনায় বসে বিপিএল কমিটি।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা