মৌলভীবাজারে জিয়ার নামফলক ভেঙে দিলো ছাত্রলীগ

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৯, ২২:২২

‘জয় বাংলা’ স্লোগানে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙে দিলো ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নামফলকটি ভাঙা হয়। নামফলকটি ভেঙে দিয়ে এর নামকরণ করে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম।

নামফলকটি ভাঙার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি’ এরকম বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নামফলকটি ভাঙার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নামফলকটি ভেঙে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম দেয়।’

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নামফলকটি কে বা কারা ভেঙেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা পদক্ষেপ নেব।’

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :