কালামকে সরিয়ে মাহবুবকে প্রত্যাবাসন কমিশনার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৩| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯
অ- অ+
মাহবুবুর রহমান তালুকদার (বাম) মোহাম্মদ আবুল কালাম (ডান)

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিতীয় দফার উদ্যোগও ব্যর্থ হওয়ার পর প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালামকে কক্সবাজারে থেকে সরিয়ে ঢাকায় আনা হয়েছে। কালামের স্থলে নতুন প্রত্যাবাসন কমিশনার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পরিচালক মাহবুবুর রহমান তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণায়ের সচিব শাহ কামাল বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার হিসাবে আবুল কালামের মেয়াদ তিন বছর পূর্ণ হয়ে গেছে। ফলে রুটিন মতই তাকে বদলি করা হয়েছে।

একটি সূত্রমতে, আবুল কালাম ছাড়াও গত দু-তিন দিনে ৩২টি রোহিঙ্গা শিবিরের মধ্যে ছয়টির মত শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

শরণার্থী শিবিরে সম্প্রতি রোহিঙ্গাদের বিশাল এক সমাবেশ করার ঘটনা এবং শিবিরে কিছু এনজিরও কর্মকাণ্ড নিয়ে সরকারের উঁচু মহলের অনেকেই সরাসরি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ২৫শে আগস্ট কুতুপালং শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের সমাবেশ। এটি নিয়ে সরকারের উঁচু মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

সচিব শাহ কামাল বলেন, আবুল কালামের শরীর ভালো যাচ্ছিল না বলেও তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে পাট ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

আবুল কালাম শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে আবুল কালাম শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা