চট্টগ্রামে তামাক কোম্পানিকে ৭০ লাখ জরিমানা

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় ‘ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্রবিহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
বুধবার শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ‘নগরের কালুরঘাট শিল্প এলাকায় ইন্টারন্যাশনাল টোবাকো নামক সিগারেট উৎপাদনকারী এ কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার অভিযোগ পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং শুনানির নোটিশ প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার শুনানি শেষে ওই সিগারেট উৎপাদনকারী কারখানাকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন