নতুন ছবিতে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৩
অ- অ+

একটি ছবির কাজ শেষ করে কয়েকদিন না যেতেই এরই মধ্যে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ ছবির পরিচালনার চেয়ারে আছেন ইফতেখার চৌধুরী। তবে নায়িকা হিসেবে ফারিয়া চূড়ান্ত হলেও ছবির জন্য কোনো নায়ককে এখনও চূড়ান্ত করা হয়নি। এমনকি, ঠিক হয়নি ছবির নামও। পরিচালক জানান, খুব শিগগির এসব চূড়ান্ত করা হবে।

গত ৪ সেপ্টেম্বর রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে নতুন এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। ছবিটি হবে অ্যাকশন-থ্রিলার। নতুন ছবি সম্পর্কে পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘মৌলিক অ্যাকশন গল্পে ছবিটি নির্মিত হবে। এখানে অ্যাকশনের নতুন কিছু কৌশল দেখানোর ইচ্ছা আছে আমার। নতুন বেশকিছু জিনিস আমি এই ছবিতে প্রয়োগ করার চেষ্টা করব, যা দর্শকদের মুগ্ধ করবে।’

নুসরাত ফারিয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ফারিয়ার ইংরেজি উচ্চারণ খুব ভালো এবং তিনি ভালো ফাইট পারেন। আমাদের ছবির চরিত্রের জন্য এই বিষয় দুটি প্রয়োজন ছিল। তাছাড়া চরিত্রটির সঙ্গে তাকে একদম যথার্থ মনে হয়েছে।’

এদিকে কিছুদিন আগে শেষ হয়েছে ফারিয়ার ‘শাহেনশাহ’ ছবির শুটিং। এখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক শাকিব খানের সঙ্গে। ছবির পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা ও পরিবেশনা করছে শাপলা মিডিয়া। ছবির আরেক নায়িকা নবাগত রোদেলা জান্নাত। আসছে দূর্গা পুজোয় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/০৬ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা