মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে শিরাবরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজে শিরাবরণ অনুষ্ঠান হয়েছে। এছাড়া ১০ জন উত্তম সেবিকাকে নির্মলা অ্যাওয়ার্ড দেয়া হয়।

শুক্রবার এ উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতন হলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং অ্যাডুকেশন রিচার্সের পরিচালক হামিমা উম্মে মোরশেদা।

এর আগে নার্সদের শপথ বাক্য পাঠ করান কলেজের ভাইস-প্রিন্সিপাল শেফালী সরকার।

কুমুদিনী নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএসসি নার্সিং ও জুনিয়র মিডওয়াইফারি বিভাগের ১৪৮ জন নার্সকে শিরাবরণ অনুষ্ঠানের মাধ্যমে ক্যাপ পরিয়ে দেন প্রধান অতিথি হামিমা উম্মে মোরশেদা।

অনুষ্ঠানে কুমুদিনী হাসপাতালে কর্মরত ১০ জন কৃতি নার্সকে সিস্টার নির্মলা অ্যাওয়ার্ড দেয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- রেহানা আক্তার, প্রলি মালমা, খোকন চন্দ্র দাস, নমিতা এককা, শিখা সরকার, কনক বণিক, লিন্ডা লিনা তালুকদার, হাসনা হেনা আরফিন মিতু, তন্দ্রা সরকার ও স্বপ্না দত্ত।

এ সময় বক্তৃতা করেন- কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস প্রমুখ।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :