পাঁচ উপসচিবের প্রেষণে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০
অ- অ+

প্রশাসনে উপসচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমা নাহার স্বাক্ষরিত প্রজ্ঞপনে বলা হয়, ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমানকে পটুয়াখালীর জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আর মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) আজহারুল ইসলামকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের বিভাগের উপপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ও বিয়াম ফাউন্ডেশনে সংযুক্ত মোহাম্মদ রুহুল কুদ্দুছকে বিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের এনভাইরনমেন্ট অ্যান্ড হেলথ সেফটি প্রকল্পের ব্যবস্থাপক আশরাফুর রহমানকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ল্যান্ড একুইজিশন অ্যান্ড রিসেটেলমেন্টের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা