খালেদার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির মানববন্ধন

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা বিএনপি উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে সার্কুলার রোডে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাহমুদুলন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবুু, যুবদল সভাপতি রাব্বি হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন