গাজীপুরে আগুনে পুড়ছে মিনিস্টার কারখানা (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১
অ- অ+

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার মাইওয়ান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

সকাল সোয়া ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন লাগার পর কারখানার পাশের সড়কে ধীরগতিতে যান চলাচল করছে।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা